কাউন্সিলরদের উপর হামলাকারী রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক

প্রতিদিন প্রতিবেদক ::
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের নেতৃত্বে চৌহাট্টায় কাউন্সিলরদের উপর হামলা চালানো হয়। এতে কাউন্সিলর কয়েছ লোদী, ইলিয়াছুর রহমান সহ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘটনায় পরিবহণ শ্রমিকদের উসকে দেন আলী আকবর রাজন। তার সাথে যোগ দেন আরেক শ্রমিক নেতা আবুল। সকাল থেকেই রাজন চৌহাট্টা এলাকায় শ্রমিকদের নিয়ে অবস্থান নেন। বাঁধা দেন সড়কের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদেরও। পরে খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আলোচনা শুরু করেন।
আলোচনা চলাকালীন রাজন সিসিকের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে ধাক্কা দেন। ধরেন কলার চেপেও। এতে উত্তেজনা শুরু হলে পিছনে থাকা পরিবহণ শ্রমিকরা দুনিয়ার মজদুর এক হও স্লোগানে হামলা চালান।
জানা যযায় ২০১০ সালের নভেম্বরে হরতালের সর্মথনে গাড়ি ভাঙচুর করলে পুলিশ তাকে গ্রেপ্তার আলী আকবর রাজন মদন মোহন কলেজ থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বর্তমানে রাজনীতিতে কিছুটা নিক্রিয় তিনি। তবে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও বর্তমানে পরিবহণ শ্রমিকদের প্রতিনিধি হয়ে মাঠে সক্রিয় আলোচিত-সমালোচিত এ নেতা।
নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ডকে ঠিকিয়ে রাখতে তিনিই বারবার উচ্ছেদ অভিযান পণ্ড করে দিয়েছেন। এজন্য বারবার পরিবহণ শ্রমিকদের ব্যবহার করছেন তিনি। সবশেষ বুধবারেও তিনি উচ্ছেদ অভিযানে বাঁধা দেন।