চুনারুঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ আটক দুই কারবারি কারাগারে



প্রতিদিন প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাট থেকে আটক ২ মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন চান্দুপুর বস্তির রতন শীলের ছেলে পিন্টু শীল ( ২৮) ও আতাব আলীর ছেলে শিপন মিয়া ( ৩০)।
আজ সোমবার দুপুরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে চুনারুঘাট থানা পুলিশ।
এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেওরগাছ ইউনিয়নের আমতলি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসময় তাদের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানান র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
তিনি জানান, জব্দকৃত আলামতসহ এই দুই পেশাদার মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট প্রতিদিন/ইকে