শাবিতে ফেনী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন



শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন এ কমিটিতে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইমরান হোসেন তুহিনকে সভাপতি এবং একই বিভাগের মাহাদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাফিস আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ ঈমন, ওমর ফারুক শিমুল , আবু সালেহ আল মাহমুদ , সহকারী সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম প্রশান্ত , রবিন দাস , সাংগঠনিক সম্পাদক তারেক আল হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, সজীব চন্দ্র নাথ , যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম নাঈম, আনিকা নাওয়ার চৌধুরী , কোষাধ্যক্ষ মো. শাহরিয়ার হোসেন সাজ্জাদ, সহকারী কোষাধ্যক্ষ সিরাজুল হক আবীর , ফয়সাল নিহাল, প্রচার সম্পাদক হৃতিকা সাহা, অনুপমা রয়, প্রকাশনা সম্পাদক ফয়সাল ইবনে আবেদীন , সহকারী প্রকাশনা সম্পাদক মিঠুন প্রসাদী, জয়ন্ত পাল প্রান্ত , দফতর সম্পাদক আহসানুল হক ঈমন ও সহকারী দফতর সম্পাদক আসহাবুল ইয়ামীন, নাঈমুর রুমেল প্রমুখ।
সিলেট প্রতিদিন/ডিএইচ/ইকে