শাহপরাণে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা



প্রতিদিন প্রতিবেক :: শাহপরাণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দিনভর র্যাবের সহযোগিতায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
অভিাযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় নিম ফার্মেসিকে ১, জুনেদ ফার্মেসিকে ১, জান্নাত মিষ্টিঘরকে ১, ও রসমেলাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
সিলেট প্রতিদিন/ইকে