সিলেট জেলা পুলিশ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিদিন প্রতিবেদক:: সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জেলা পুলিশ সিলেট কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) টুর্নামেন্টটির উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান প্রমুখ।
টুর্ণামেন্টে সিলেট রেঞ্জ কার্যালয়সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা এবং আরআরএফ সিলেট অংশগ্রহণ করে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সিলেট প্রতিদিন/এমএনআই-১৪